Free Coaching in Bankura

বাঁকুড়া ও তার পার্শ্ববর্তী এলাকার ক্লাস 10, 11 ও 12 ছাত্রছাত্রীদের জন্য আমরা কিছু নির্দিষ্ট ও সীমিত বিষয়ের একটি নির্দিষ্ট টপিকের ওপর Free Coaching এর ব্যবস্থা করেছি। যেসব স্টুডেন্টদের আমাদের নির্দিষ্ট করে দেওয়া কোনো বিষয়ের ওপর কোনো সমস্যা আছে, তারা এই Free Coaching in Bankura এর জন্য আবেদন করতে পারেন। এই ফ্রি কোচিং এর জন্য আবেদন করার নিয়মাবলী নিচে দেওয়া হলো: 
 
Free Coaching in Bankura


Instructions for Free Coaching in Bankura :

  • Free Coaching  এ আবেদন করার জন্য স্টুডেন্টদের সংখ্যা 3 থেকে 8 জন হতে হবে।
  • এই সুবিধা পাওয়ার জন্য স্টুডেন্টদের অবশ্যই বাঁকুড়া শহর বা তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা হতে হবে।
  • বাঁকুড়া শহর থেকে দূরে অথচ বাঁকুড়া জেলার কোনো এলাকায় যেতে হলে যাতায়াতের খরচ স্টুডেন্টদের বহন করতে হবে।
  • আমাদের নির্দিষ্ট করে দেওয়া বিষয় থেকে বিষয় নির্বাচন করতে হবে।
  • আবেদন করার 2 দিনের মধ্যে whatsapp number এ একটি কনফার্মেশন মেসেজ যাবে। প্রয়োজনে দিন ও সময় পরিবর্তন করে জানিয়ে দেওয়া হবে।
  • কনফার্মেশন মেসেজ না পেলে help@teachhere.in এই মেইল আইডি তে মেল করুন।
  • এই সুবিধা প্রত্যেক স্টুডেন্ট 5 বার করে লাভ করবে। 5 বারের বেশি কোনো স্টুডেন্টকে কোনো কিছু শেখানো হবে না।